এপেক্স ক্লাব অব সিলেট মেট্রোপলিটন-এর পালাবাদল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৩, ১০:৪৬:০৩ অপরাহ্ন
এপেক্স ক্লাব অব সিলেট মেট্রোপলিটন-এর ১৮তম পালাবদল অনুষ্ঠান আজ শনিবার (২৭ মে ২০২৩) সকাল ১১টায় জিন্দাবাজারস্থ হোটেল গ্রান্ড ভিউ’তে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এপে. এডভোকেট মো.আব্দুল মুকিত অপি’কে সভাপতি ও এপে.এডভোকেট মিজানুর রহমান চৌধুরীকে সেক্রেটারি করে গঠন করা ১১ সদস্েযর বোর্ড শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্লাবের দায়িত্ব গ্রহণ করে। শপথ গ্রহণকারী অন্যান্যরা হলেন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে.এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন,জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে.এডভৌকেট মাসুদ আহমদ চৌধুরী মহসিন,আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপে.ইন্জিনিয়ার আনোয়ার হোসাইন,সার্ভিস ডিরেক্টর এপে.হেলন মিয়া,মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপে.মো.নাসির উদ্দিন,ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে.মাসুদা সিদ্দিকা রুহী,পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে.এডভোকেট হাবিব আহমেদ,সার্জেন্ট এট আর্মস এপে.এডভোকেট সৈয়দ মো.দেলোয়ার হোসাইন।
জেলা -৪ এর গভর্ণর এপে.এডভোকেট জালাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্সের লাইফ গভর্ণর এপে. এডভোকেট এ কে এম শমিউল আলম, বিশেষ অতিথি ছিলেন লাইফ গভর্ণর এপে. আখতার হোসেন খান, এনএসডি এপে. শাহেদুর রহমান শাহেদ, লাইফ মেম্বার এপে. এডভোকেট আব্দুল কুদ্দুছ, আইপিডিজি এপে. বাবুল মিয়া, পিডিজি এপে. এডভোকেট মাছুম আহমদ, পিডিজি এপে.আহমেদ জাকারিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,এপে.এডভোকেট জুবায়ের বখত জুবের,এপে.এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর,এপে.ময়নূল ইসলাম খান শায়েক,এপে.আব্দুল খালিক,এপে.এডভোকেট মাসুদ আহমদ চৌধুরী মহসিন, এপে. নাজমুল হুদা, এপে. এমদাদুর রহমান, এপে. এডভোকেট আলা উদ্দিন, এপে. আশিষ রায়, এপে. আবুল হোসেন, এপে. মাসুদা সিদ্দিকা রুহী প্রমুখ। প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রাক্তন সভাপতি এপে.এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন,সার্জেন্ট ও মার্শালের দায়িত্ব পালন করেন এপে.এডভোকেট মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতির দায়িত্ব পালন করেন ২০২২ সালের সভাপতি এপে. ইন্জিনিয়ার আনোয়ার হোসাইন, দ্বিতীয় পর্বে সভাপতির দায়িত্ব পালন করেন ২০২৩ সালের সভাপতি এপে.এডভোকেট মো.আব্দুল মুকিত অপি। ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন ইসমত ইবনে ইসহাক সানজিদ। পরে লাঞ্চের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি
এপে.এডভোকেট আব্দুল মুকিত অপি