নতুন প্রজন্মই আগামীর স্মার্ট বাংলাদেশ : আনোয়ারুজ্জামান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৩, ৫:৩৭:৪৬ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম নাগরিক। সে কারণে স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে সবার আগে শিক্ষায় স্মার্ট হতে হবে। আগামী দিনে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিতে নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে এই প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
রোববার দুপুরে নগরীর চালিবন্দরস্থ রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আজকের শিশুরা ভবিষ্যতে দেশের কর্ণধার হবে। তারাই একদিন প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, শিক্ষক হবে, সাংবাদিক হবে। বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে এই প্রজন্মই দেশের উন্নতি করবে। তিনি বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে ৪১-এর কর্ণধার, এই প্রজন্ম আগামীর স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা আফরোজা জাহানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শাকির আহমদ শাহিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওসার চৌধুরী, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি