শাল্লায় এনজিও সংস্থার বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৩, ৬:২৮:৪৫ অপরাহ্ন
শাল্লায় এনজিও সংস্থার বিরুদ্ধে মানববন্ধন-জালালাবাদ
শাল্লা সংবাদদাতা: সুনামগঞ্জের শাল্লায় এনজিও সংস্থা নামে পরিচিত স্মার্ট ওয়ার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতারণা ও জালিয়াতির প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৩ শতাধিক ভুক্তভোগী।
এলাকার ভুক্তভোগীদের ব্যানারে রোববার বেলা ১২ টায় শাল্লা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী সীতা রানী দাসের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল বারী লেলিন, যুবলীগ নেতা ফখরুল ইসলাম, ইউপি সদস্য মনোয়ারা বেগম, সাবেক সদস্য মোছাঃ ফাতেমা আক্তার, যুব মহিলালীগ নেত্রী আলপিনা আক্তার, ভুক্তভোগী খেলন চন্দ্র দাস, চন্দ্রনা রানী দাস, সেবিকা রানী দাস, প্রনতী রানী দাস, হেপী রানী দাস, বিথী রানী দাস, শিল্পী রানী দাস, সাধনা রানী দাস, স্বপ্না রানী দাস প্রমূখ।