দিরাই’র শ্যামারচরে আ’লীগের সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৩, ৬:৩৭:৩৫ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি: আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দিরাইর শ্যামারচরে আওয়ামীলীগের সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল ৫ টায় দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় শ্যামারচর বাজারের রামচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে চরনারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুমন রায় চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট সোহেল আহমেদ।
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহেল আরমান ও যুবলীগ নেতা জ্যোতির্ময় দাসের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ও চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ রায়, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী।
বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য রায়হান মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার, সাধারণ সম্পাদক বিশ্বজিত রায়, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুমুদ চন্দ্র দাস, পৌর মৎস্যজীবি লীগের সভাপতি আরিফুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগ নেতা ছানু চৌধুরী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, জেলা ছাত্রলীগ নেতা সুজন হাজরা ভূট্টো, শাল্লা উপজেলা ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান প্রমূখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শ্যামারচর বাজার প্রদক্ষিণ করে।