আনোয়ারুজ্জামানের সমর্থনে মহানগর কৃষকলীগের সভা
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৩, ৭:০০:০৯ অপরাহ্ন
আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে সিলেট নগরীর মির্জাজাঙ্গলস্থ নির্ভানা ইন রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ কৃষকলীগ সিলেট মহানগর এর উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিলেট মহানগর কৃষকলীগের সভাপতি আব্দুল মোমিন চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলুর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট উমে কুলসুম স্মৃতি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সহ সভাপতি দেওয়ান জয়নাল আবেদীন, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীমা আক্তার খানম, সাংগঠনিক সম্পাদক ড. হাবিবুর রহমান মোল্লা, আসাদুজ্জামান বিপ্লব, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন লিমন, সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল।
অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মীনী সেলিনা মোমিন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি