কোম্পানীগঞ্জে মাদক কারবারির হাতে র্যাব সদস্য আহত
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৩, ৮:১৬:১৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগরে মাদক কারবারিদের ধরতে এসে তাদের হাতে আহত হয়েছেন এক র্যাব সদস্য। তিনি র্যাব-৯ এর সৈনিক আশিকুজ্জামান (২৮)। এ ঘটনায় গৌরীনগর গ্রামের আকিল মিয়ার পুত্র আবু ছাইদকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত ৯টায় উপজেলার গৌরীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, র্যাব-৯ এর একটি দল গৌরীনগরে মাদকের বিরুদ্ধে অভিযানে আসে। এ সময় মাদক কারবারি জিয়া উদ্দিনের নেতৃত্বে তার ভাতিজা আরিফ ও আবু ছাইদ হামলা করে। হামলায় র্যাব সদস্য আশিকুজ্জামান মাথায় আঘাতপ্রাপ্ত হন। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল হাসপাতালের নিচ তলায় ২৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
দক্ষিণ রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ বলেন, র্যাবের সাথে মারামারির খবর পেয়েছি। আমি মাদকের বিরুদ্ধে সামাজিক ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে প্রতিহত করার চেষ্টা করছি। মাদক নির্মূলে প্রশাসনের প্রতি সর্বাত্মক সহযোগিতা করছি।