ডা. হোসেন রাজা চৌধুরী স্মরণে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৩, ৮:১৭:১৭ অপরাহ্ন
জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ডা: হোসেন রাজা চৌধুরীর স্মরণে আলোচনা সভা ও মরনোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেছেন, হোমিও চিকিৎসা বিজ্ঞানের বিকাশে মরহুম ডা: হোসেন রাজা চৌধুরী যে অবদান রেখেছেন তার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তারা বলেন, তিনি শুধু সিলেটের নয়, বাংলাদেশের সম্পদ। হোমিও চিকিৎসা ক্ষেত্রে তিনি একজন পথিকৃত ব্যক্তি।
গত শুক্রবার হোটেল নির্ভানা ইন এ অনুষ্ঠিত বাংলাদেশ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এসোসিয়েশনের সভাপতি ডা: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সহ সভাপতি ডা. মুঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হোমিও প্রশিক্ষক এইচ.এস.আর.এফ এর ডা. আহমদ হোসেন ফারুকী।
বক্তব্য রাখেন প্রফেসর ডা: আজাদ আতিকুর রহমান, ডা. বীরেন্দ্র দেব, ডা. আবুল হাসান চৌধুরী, ডা. মো: ফরহাদ, ডা. নৃপেন কৃষ রায়, ডা. এসআর জাহিদ, ডা. শিহাব উদ্দিন, ডা. এমকে খান, ডা. আব্দুল মালিক, ডা. আব্দুশ শাকুর, ডা. মুহাম্মাদ মুহিব আলী, ডা. আব্দুল হালিম রিপন, ডা. জাহিদ হাসান, ডা. নিজাম জাহিদ প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ডা: আব্দুর রহমান।
আলোচনা শেষে প্রধান অতিথি ডা. আহমদ হোসেন ফারুকী মরহুমের সন্তান ডা: আবুল হাসান চৌধুরী ফারুকীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলেন। বিজ্ঞপ্তি।