নগরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৩, ৮:৫৪:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে নগরীর লালাদিঘির পারের দিঘিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তারা মারা যায়।
নিহত শিশুরা হলো- ওই এলাকার দিনমজুর সেলিম মিয়ার মেয়ে তাইবা (৭) ও একই এলাকার মামুন মিয়ার মেয়ে হাবিবা (৭)।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, বিকেল ৩টার দিকে শিশু তাইবা ও হাবিবা তাদের বাসা থেকে বের হয়। এরপর তাদের আর খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। বিকেল ৫টার দিকে দিঘির পানিতে শিশু ভেসে থাকতে দেখে লোকজন জড়ো হন। এ সময় স্থানীয় এক যুবক শিশুদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুয়েল।