কমছে ঝড়-বৃষ্টি বাড়ছে তাপমাত্রা
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৩, ১২:১০:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটজুড়ে কমতে শুরু করেছে ঝড়-বৃষ্টির পরিমাণ। পাশাপাশি বাড়ছে তাপমাত্রা। প্রতিদিনই একটু একটু করে তাপমাত্রা বাড়ছে। এই অবস্থা চলতে থাকবে ২ জুন পর্যন্ত। রোববার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে এভাবে তাপমাত্রা সামান্য করে বাড়তে পারে বলে আভাস দিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
এদিকে সিলেটে মে মাসে সাধারণত ৫৬৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত হলেও চলতি মাসে রোববার সকাল পর্যন্ত মোট বৃষ্টিপাত হয়েছে ৩৩০.৩ মিলিমিটার। বাকী ৩/৪ দিন বৃষ্টিপাত নেই বললেই চলে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজিব হোসাইন দৈনিক জালালাবাদকে বলেন, আগামী কয়েকদিনে সিলেটে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে। ২ জুনের পর ফের সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কিছু বাড়ার সম্ভাবনা রয়েছে।
সিলেটেসহ সারাদেশে রোববার বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির প্রবণতা কম থাকতে পারে। এতে তাপমাত্রা বেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিন গরম ক্রমাগত বাড়তে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।
শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে। ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
পরবর্তী ৪৮ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী ৩দিনে এ সময়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু তাপ-প্রবাহের সম্ভাবনা রয়েছে।