কমলগঞ্জে বিশ্ব মা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৩, ৫:৪৭:১৬ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজোয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, প্রেসক্লাব সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, শাহীন আহমেদ।