তাহিরপুরে মে মোমেন্ট সেলিব্রেশন পালিত
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৩, ৫:৪৯:১৬ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: ‘ছড়িয়ে দিই তারুণ্যের কণ্ঠস্বর’ এই শ্লোগানকে সামনে রেখে মে মোমেন্ট সেলিব্রেশন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পালিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় তাহিরপুর ওয়ার্ল্ড ভিশন এপির আয়োজনে বর্ণাঢ্য র্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে মিলিত হয়।
ওয়াল্ড ভিশন তাহিরপুর এপি ম্যানেজার বিভূধান বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, ওসি তদন্ত কাওসার আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, বালিজুরী ইউপি প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়াসহ তাহিরপুর ওয়ার্ল্ড ভিশন এপির কর্মকর্তাগণ। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শিশু কিশোররা উপস্থিত ছিল।