তাহিরপুরে হিলিপ প্রকল্পের ওয়ার্কসপ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৩, ৭:২৭:৩০ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হিলিপ প্রকল্পের আওতায় ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বঙ্গবন্ধু কনফারেন্স রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা। উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খানের সভাপতিত্বে ও জেলা প্রকল্প সমন্বয়কারী (হিলিপ এলজিইডি) মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান উদ দোলা, সমবায় কর্মকর্তা আশীষ আর্চাযী, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট কোর্ডিনেটর হারুন অর রশিদ, উপজেলা প্রজেক্ট কোর্ডিনেটর নয়ন কুমার সরকার, হিলিপ প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মধ্যে কামরুন নাহার, ফয়েজ আহমদ, শফিক মিয়া ও তারা মিয়া প্রমুখ।