সুনামগঞ্জে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিতকরণ কর্মসূচির উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৩, ৮:১৩:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশুর শারীরিক ও মানসিক মানসম্মত বিকাশ নিশ্চিতকরণ কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা ও বিষয়ভিত্তিক নাটিকা প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ও পিপলস জেনারেল ইনফরমেশন সেন্টার (পিজিক) এর আয়োজনে ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ কর্মসুচী পালিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ও কর্মসূচি পরিচালক মাহনাজ হুসেন ফারিবা, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারি পরিচালক রমজান আরা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রেজাউল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, আলহেরা ফাজিল ডিগ্রি মাদ্রাসার আইসিটি শিক্ষক মোঃ তাহাজ্জুদ আলী, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মধুসূদন রায়, বাসস প্রতিনিধি আল হেলাল।