সিলেট বিভাগের শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক আমিনুর
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৩, ৬:১৬:১৯ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন মুহম্মদ আমিনুর রহমান জসিম। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক ও স্কাউট ইউনিট লিডার।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে সিলেট বিভাগের ৪ জেলার স্কাউট শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতামূলক যাচাই-বাছাই করে তাঁকে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত করা হয়েছে। সোমবার সিলেট বিভাগীয় কমিশনার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালকের যৌথ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়।
আমিনুর রহমান ছাতক পৌরসভার ৪নং ওয়ার্ডের ভাজনা মহল (কুমনা) গ্রামের মুরব্বি মরহুম আব্দুর রহমানের জেষ্ঠ্য পুত্র এবং কোম্পানীগঞ্জের অবিভক্ত ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ফারুক আহমদের জামাতা।