শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে ইমামদের ভূমিকা রাখতে হবে : বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৩, ৭:১৪:২৫ অপরাহ্ন
ইসলামের নীতি আদর্শ মেনে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে ইমামদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা যারা সমাজে বসবাস করি তথা সাধারণ মানুষ অনেক জানে, কিন্তু মেনে নেওয়ার প্রবণতা খুবই কম। প্রতি শুক্রবারে দেশে কমপক্ষে চার কোটি মানুষ মসজিদে ইমামের খুতবা শুনে থাকে কিন্তু সমাজে আমরা এর প্রতিফলন কতটুকু দেখতে পাচ্ছি। সমাজের সাধারণ মানুষকে হিংসা, বিদ্বেষ থেকে দূরে রাখতে হবে। ইমামগণ সমাজের সম্মানের আসনে অধিষ্ঠিত। অন্য পেশার লোকদের থেকে ইমামদের কথার প্রভাব বেশি। তাই দেশ জাতি ও সমাজের কল্যাণে প্রশিক্ষণ লব্দ জ্ঞান কাজে লাগাতে হবে। নিজ সম্মান বজায় রেখে চলতে হবে। যারা বিজয়ী হয়েছেন তাঁরা জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করবেন। আমি আশা করি সিলেটের সম্মান বয়ে আনতে তাঁরা কাজ করে যাবেন।
মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন সিলেটের আয়োজনে বিভাগীয় ইমাম সম্মেলনে সিলেটের বিভাগীয় কমিশনায় ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্বারী শফিকুর রহমান। ইসলামিক ফাউন্ডেশন সিলেটের ফিল্ড সুপারভাইজার সৈয়দ ফখরুল ইসলামের পরিচালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটের উপ পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুহাম্মদ সেলিম। পরে অতিথিবৃন্দ বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। বিজ্ঞপ্তি