ব্র্যাকের প্রাইড প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৩, ৭:২৪:০০ অপরাহ্ন
ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাইড প্রকল্পের কর্মসূচি নিয়ে সিলেটে এমপ্লয়ার মিট-আপ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সিলেট মহানগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে দিনব্যাপী এ এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত হয়।
ব্র্যাক ডিভিশনাল ম্যানেজার শেখ আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের এসডিপি প্রোগ্রামের টেকনিক্যাল ম্যানেজার আক্তার হোসেন।
সভায় উপস্থিত ছিলেন প্রাইড প্রকল্পের সিলেট সেন্টার লিড আজিজুন নেছা, এমপ্লয়মেন্ট অফিসার মোঃ বেলাল হোসেন, আনোয়ার হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার প্রমিলা নায়েক ও মনোয়ার হোসেনসহ সিলেট শহরের ব্যবসায়ী ও ম্যানেজারগণ। মিটআপে বিভিন্ন কোম্পানির মালিক এবং ম্যানেজাররা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। বিজ্ঞপ্তি