মুহিব্বুল হক গাছবাড়ি স্মরণে নাগরিক স্মরণসভা আজ
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৩, ১২:১৫:০৮ অপরাহ্ন
শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী (রহ.) স্মরণে নাগরিক স্মরণসভা আজ বুধবার বাদ আসর নগরীর শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের ওলামা-মাশায়েখ দ্বীনদার বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন সম্মিলিত নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ মবনু ও সদস্য সচিব কাউন্সিল রেজওয়ান আহমদ।
এদিকে, আজকের নাগরিক স্মরণসভা সফলের লক্ষ্যে মঙ্গলবার বাদ মাগরিব সৈয়দপুর হাউসে ‘সম্মিলিত নাগরিক কমিটির’ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ মবনু, সদস্য সচিব কাউন্সিল রেজওয়ান আহমদ, যুগ্ম সদস্য সচিব ড. সৈয়দ রেজওয়ান আহমদ, জেলা পরিষদ সদস্য সৈয়দ মুসাদ্দিক আহমদ, নাগরিক কমিটির সদস্য আলীমুছ ছাদাত চৌধুরী, ফায়যুর রাহমান, নাওয়াজ মারজান, হেলাল হামাম, মুফতি মনসুর আহমদ, আবুল কালাম আজাদ চৌধুরী মুকুল, রেজাউল হক, আফতাবুজ্জমান হেলাল ও সাইয়্যিদ মুজাদ্দিদ। সভায় নাগরিক স্মরণসভা সফলের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি