কোরআন দিয়ে অন্তর পরিষ্কার করে আল্লাহর সন্তষ্টি অর্জন করতে হবে : মুসলেহ ফারাদি
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৩, ৭:১৭:৪৪ অপরাহ্ন
সংবাদদাতা: মুসলিম কমিউনিটি এসোসিয়েশন ইউকে’র কেন্দ্রীয় সভাপতি মুসলেহ ফারাদি বলেছেন, মানুষের মুক্তির একমাত্র পথ কোরআন। কোরআন ও সুন্নাহর অনুসরণ ছাড়া মানবতার মুক্তির কোন পথ নেই। তিনি বলেন, মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তার বান্দাদের নানাভাবে পরীক্ষা করেন। সেই পরীক্ষা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের হতে পারে। সেজন্য কোরআন দিয়ে অন্তর পরিষ্কার করে আল্লাহর আনুগত্য করে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মুসলেহ ফারাদি মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহামে মুসলিম কমিউনিটি এসোসিয়েশন আয়োজিত এসোসিয়েট মেম্বারদের নিয়ে দু’দিনব্যাপী তারবিয়াহ ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এমসিএ’র ওয়েষ্ট মিডল্যান্ডস আঞ্চলিক সভাপতি সৈয়দ জমিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও ব্যারিষ্টার মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাইল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসিএ’র সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান জিলু ও অধ্যাপক মফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমসি’র ওয়েষ্ট মিডল্যান্ডস রিজিওনাল টিম মেম্বার মাওলানা মোকাররম হোসাইন, হাবিবুর রহমান, আব্দুস সালাম মাসুম, তোফায়েল আহমদ, মাওলানা সাইফুদ্দিন প্রমুখ।