জয়নাল আবেদীন স্মরণে সাইক্লোনের সভা
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৩, ৭:৫৬:৫৯ অপরাহ্ন
সমাজসেবী-ঐতিহাসিক সৈয়দ জয়নাল আবেদিন আমাদের ইতিহাস-ঐতিহ্যকে সংরক্ষণ করে সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে যাবার জন্যে পথ দেখিয়েছেন, ভবিষ্যতের জন্যে প্রস্তুত করেছেন। আমাদেরকে হীনমন্যতায় ভুগলে চলবে না, মনে রাখতে হবে আমাদের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, সেটা জানা এবং নতুন প্রজন্মকে জানানোর দায়িত্ব সৈয়দ জয়নাল এর মতো আমাদেরকেও গ্রহণ করতে হবে।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে গবেষক ও আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন স্মরণসভা ও দোয়া মাহফিলে মুখ্য আলোচকের বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম একথা বলেন।
কবি বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাহিত্যকর্মী তাসলিমা খানম বীথির পরিচালনায় সোমবার অনুষ্ঠিত সাইক্লোনের ২৪২তম সাহিত্যসভায় স্বাগত বক্তব্য রাখেন গবেষক সেলিম আউয়াল।
আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ কর্নেল সৈয়দ আলী আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মো. মাশুকুর রহমান, আবৃত্তিকার সালেহ খসরু, মুসলিম সাহিত্য সংসদের সহ-সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন, ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার, শিক্ষাবিদ ছয়ফুল আলম পারুল, ব্যাংকার শাহেদ আবদুর রকীব, গল্পকার জীম হামজাহ, কবি দেওয়ান গাজী আবদুল কুদ্দুস শামসাদ, শিল্পী সাজিদুর রহমান। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারি ক্লাব অব সিলেট সাউথ-এর সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান আবদুল মুহিত এবং পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন সৈয়দ জয়নাল আবেদিনের পুত্র ডাচ-বাংলা ব্যাংকের কর্মকর্তা সৈয়দ এহতেশাম আরেফিন। দোয়া পরিচালনা করেন মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম। বিজ্ঞপ্তি