সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. মনিরুল
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৩, ৭:৫৮:১৯ অপরাহ্ন
সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন সিলেট মদনমোহন কলেজের এইচ.এস.সি (বিএমটি) ও ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান লে. মোঃ মনিরুল ইসলাম (বিটিএফও)।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ সিলেট বিভাগীয় উদযাপন কমিটির সদস্য সচিব ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আব্দুল মান্নান খান গত ২৮ মে রোববার স্বাক্ষরিত পত্রে লে. মোঃ মনিরুল ইসলাম-কে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত করেন।
এর আগে তিনি জেলা ও সদর উপজেলা শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন। সফলতা অর্জনে জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রশাসনের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সমাজ ও দেশের সেবা করার জন্য সকলের দোয়া প্রার্থী। বিজ্ঞপ্তি