শিক্ষার্থীদের জন্য ওয়াজিদ আলী-জয়বুন নেছা ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৩, ৯:০৬:৫৩ অপরাহ্ন
৩ শতাধিক শিক্ষার্থীর মধ্যে গাছেরচারা বিতরণ
স্টাফ রিপোর্টার: ওসমানীনগরের নাজিরবাজার সংলগ্ন ২টি স্কুলে ৩ শতাধিক শিক্ষার্থীর মধ্যে ফলদ, বনজ ও ফুলের চারা বিতরণ করেছে আহমদ নগরস্থ ওয়াজিদ আলী- জয়বুন নেছা ফাউন্ডেশন। এ উপলক্ষে বুধবার সকালে নাজিরবাজারস্থ জয়বুন নেছা গার্লস হাইস্কুলে ওয়াজিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে গাছের চারা তুলে দেওয়া হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আজির উদ্দিন আহমদের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।
এসময় আরও বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক এমরান আহমদ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মাসুক আহমদ ও আব্দুল খালিক বেলাল। আহমদ নগর ওয়াজিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা সৈয়দা জহুরা বেগম। প্রধান অতিথিসহ বক্তরা শিক্ষার্থীদের গাছ লাগানোয় আগ্রহী করে তুলতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। এসময় তারা বলেন গাছ আমাদের সবচেয়ে উপকারী বন্ধু। গাছ ছায়া দিয়ে, অক্সিজেন দিয়ে আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। বর্তমানে বৈশ্বিক উষ্ণতা বাড়ার একটি প্রধান কারণ বৃক্ষ নিধন। ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, প্রভাব ফেলছে পানি চক্র ও মানুষের দৈন্যদিন কার্যক্রমে। কিন্ত বৃক্ষ কার্বনডাই-অক্সাইড গ্রহণ করে বাতাসকে করে বিষমুক্ত, পরিবেশকে রাখে শীতল ও স্নিগ্ধ। জলবায়ু পরিবর্তন জনীত দুর্যোগ মোকাবিলায়ও বৃক্ষের ভূমিকা রয়েছে। তাই এ বিষয়ে আমাদের সবার সজাগ হতে হবে।