১৯নং ওয়ার্ডে আনোয়ারুজ্জামানের নির্বাচনী কার্যালয় উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৩, ৯:৪৩:২৯ অপরাহ্ন
১৯নং ওয়ার্ডে আসন্ন সিসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার বাদ আসর নগরের রায়নগর পয়েন্টে ও উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা আবিদ হাসান। নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলাম পুতুল, সিলেট জেলা সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও নির্বাচন পরিচালনা প্রচার উপ কমিটির আহবায়ক মোঃ আব্দুর রহমান জামিল, আওয়ামী লীগ নেতা আব্দাল মিয়া, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়ক আনোয়ার উদ্দিন আহমদ রুনু, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুমিন আহমদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রব সায়েম, আওয়ামী লীগ নেতা হুরায়রা ইফতেখার হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী টিপু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সুহেল আহমদ বাবুল, এজাজ আহমদ, সেন্টার কমিটির যুগ্ম আহবায়ক সোয়েব লস্কর, যুবলীগ নেতা আহমেদ মানিক, মাসুম আহমদ, সাদিকুর রহমান সাদি, গিলমান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি