ইনোভেটর বই বিনিময় উৎসব ১০ জুন
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩, ৭:৩০:২৪ অপরাহ্ন
সিলেটে বই পড়ুয়াদের সংগঠন ইনোভেটর এর উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে বই বিনিময় উৎসবের। আগামী ১০ জুন শনিবার বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত এ বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ব্যতিক্রমী এ আয়োজনে বইপ্রেমীরা নিজেদের পছন্দমতো বই বিনিময়ের সুযোগ পাবেন। ইনোভেটরের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব জানিয়েছেন, বই বিনিময় উৎসবে বই দিয়ে বই নিয়ে যাওয়ার সুযোগ থাকবে। এতে একজনের পড়ে শেষ করা বইটি বাসায় ফেলে না রেখে অন্যকে পড়তে দেয়ার সুযোগ তৈরি হবে। মূলত বইয়ের প্রতি ভালোবাসা এবং জ্ঞানের বিনিময়ের লক্ষ্যেই এ উৎসবের আয়োজন বলে তিনি জানান। তিনি আগ্রহী সকল বই পড়ুয়াদের ঐদিন বই বিনিময় উৎসবে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি