খাদিমে বেপরোয়া বাস কেড়ে নিলো বৃদ্ধের প্রাণ
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩, ৭:৪০:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বেপরোয়া যাত্রীবাহি বাসের ধাক্কায় মো. নুর মিয়া (৯০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের বাউল টিলা গ্রামের বাসিন্দা।
এদিকে দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সিলেট-তামাবিল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাদ্দাম এন্টারপ্রাইজ নামে একটি বাস ঢাকা থেকে সিলেটের মাজার জিয়ারতে আসার পথে সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় ওই বৃদ্ধ ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ঘটনার পর পালিয়ে যায়।