গোয়াইনঘাট কর্মচারী সমিতির নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩, ৮:২৬:০৩ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি :
গোয়াইনঘাট উপজেলার (১৭-২০গ্রেড) কর্মচারী সমিতির নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। বিকেল ৪টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। কর্মচারী ক্লাবে সমিতির এই নির্বাচনে সভাপতি ও সম্পাদক দুটি পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিকেল ৫ টা ৫০ মিনিটে ৫৫ ভোটের মধ্যে ৫৩ ভোট কাস্ট হলে বাকী দুই ভোটারের অনুপস্থিতি নিশ্চিত হয়ে প্রার্থীরা লিখিত সম্মতি দিলে বিকেল ৫ টা ৫৫ মিনিটে ভোট গ্রহণ শেষ হয়। সন্ধ্যা সোয়া ৭টায় ইউএনও তাহমিলুর রহমানের উপস্থিতিতে প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে বিজয়ী প্রার্থী লিয়াকত আলী ছাতা প্রতীকে পান ২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী ফয়জুল ইসলাম মাছ প্রতীকে পান ৩৯ ভোট। নির্বাচন পরিচালনা করেন মোঃ জাহাঙ্গীর আলম সমবায় অফিস ও ফয়ছল মিয়া পরিসংখ্যান অফিস।
উপস্থিত ছিলেন ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা সফিকুল ইসলাম। এ সময় কর্মচারী সমিতির সিলেট জেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।