বিভাগীয় সাহিত্য মেলা নিয়ে লেখকদের প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩, ৮:৫৫:২৫ অপরাহ্ন
সাহিত্যসভা, প্রবন্ধ উপস্থাপন ও কবিতাপাঠ ইত্যাদি কর্মসূচি সংবলিত বিভাগীয় সাহিত্যমেলা আগামী ৩ ও ৪ জুন তারিখে সিলেটস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মেলায় সিলেটের প্রতিনিধি-স্থানীয় কবি, গবেষক ও প্রবীণ লেখকদেরকে সংযুক্ত করা হয়নি। উপরন্তু শ্রেণি ও লিঙ্গবৈষম্য করা হয়েছে। তাই, সিলেটের সর্বস্তরের লেখক ও গবেষক ১ জুন সন্ধ্যায় এক বিশেষ সভায় মিলিত হন। এতে সভাপতিত্ব করেন লেখক-গবেষক প্রফেসর নন্দলাল শর্মা।
সভায় সর্বসম্মতভাবে এই অনুষ্ঠানসূচি প্রতিনিধি স্থানীয় ও মানসম্মত হয়নি বলে গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলা হয়, সরকার ঘোষিত তৃণমূল পর্যায়ের অনুষ্ঠান না-হয়ে এটা হয়েছে কতিপয় পদবিধারী গোষ্ঠীভিত্তিক সাহিত্যমেলা। আমরা বাংলা একাডেমি, সংস্কৃতি মন্ত্রণালয় ও বিবেকবান সৃজনশীল সাহিত্যবেত্তাদের কাছে আমাদের প্রতিবাদ, ক্ষোভ, নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।
আমরা চাই, প্রকৃত লেখক-গবেষকের অংশগ্রহণে প্রকৃত তৃণমূলকেন্দ্রীক, বৈষম্যবিহীন, শুদ্ধ ও শৌভনিক সাহিত্যউৎসব হোক।
এতে উপস্থিত ছিলেন প্রফেসর নন্দলাল শর্মা, প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ, গবেষক মিহিরকান্তি চৌধুরী, কবি মিলু কাশেম, গবেষক আহমদ মিনহাজ, কবি আবদুল মুমিন মামুন, কবি ফজলুর রহমান বাবুল, কবি নাজমুল হক নাজু, কবি জওয়াহের হোসেন, কবি মালেকুল হক, কবি হাবিবুর রহমান এনার, কবি জাহেদ আহমদ, কবি আখলাকুল আম্বিয়া বাতিন, কবি খালেদ উদ-দীন, কবি ওয়াহিদ রোকন, কবি কাজী জিননূর, লেখক মীনাক্ষি সাহা, লেখক মোহাম্মদ জায়েদ আলী, বিজ্ঞানবিষয়ক লেখক অনন্ত নিগার, ছড়াকার শাহাদত বখত শাহেদ, কবি মেকদাদ মেঘ, কবি আলফ্রেড আমিন, নাট্যকর্মী সুয়েজ হোসেন, গীতিকবি মৃদুলকান্তি দাস, কবি বীরেন পাল, কবি মাসুক মিয়া ও আরও অনেকে। বিজ্ঞপ্তি