৫৯ জেলায় বইছে তাপপ্রবাহ : সিলেটে এক পশলা বৃষ্টি
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩, ৯:১৫:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জ্যৈষ্ঠের গরমে বিপর্যস্ত জনজীবন। সূর্য ওঠার পর থেকেই বাড়তে থাকে তাপমাত্রা, সময়ের সঙ্গে সঙ্গে যা হয়ে ওঠে অসহনীয়। গরমের ত্রাহি দশার মধ্যে বৃষ্টি স্বস্তি হয়ে ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তা খুব বেশী নয় বলেও জানিয়েছে সংস্থাটি। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীতে ঝরেছে এক পশলা বৃষ্টি।
এদিকে সিলেট বিভাগের ৪টি জেলাসহ দেশের ৫৯টি জেলার ওপর দিয়ে ৩৬ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, সিলেট, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (১ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এদিকে বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছে বলে দৈনিক জালালাবাদকে নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজিব হোসাইন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সারাদেশের মধ্যে একমাত্র সিলেট বিভাগের কিছু জায়গায় কালবৈশাখী ও বৃষ্টি হয়েছে। শুক্রবারও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহে খুব বেশী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার সিলেটে তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও অতিরিক্ত গরম অনুভূত হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের ৪টি, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলাসহ রাজশাহী বিভাগের ৮টি জেলা, রংপুরের ৮টি, ময়মনসিংহের ৪টি, ঢাকার ১৩টি, খুলনার ১০টি, বরিশালের ৬টি জেলাসহ মোট ৫৯টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।