আনোয়ারুজ্জামানের নির্বাচনী কার্যালয় উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৩, ৯:২৪:৪০ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরের মির্জাজাঙ্গালে কার্যালয়টি মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, শফিউল আলম চৌধুরী নাদেল। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এড. নাসির উদ্দিন খানসহ সিলেট জেলা মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সিলেটের ১৪ দলীয় নেতৃবৃন্দ ও ৪২ টি ওয়ার্ডের নেতা কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা জেবুন্নেছা হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট মহানগরীর উন্নয়নের জন্য আনোয়ারুজ্জামানকে মনোনয়ন দিয়েছেন। তাঁকে জয়ী করতে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে জয় নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচন কোনো মামুলি নির্বাচন নয়। কারণ, কয়েক মাস পরই জাতীয় নির্বাচন। সারা পৃথিবী যখন মন্দাভাব, করোনা মহামারি, যুদ্ধবিগ্রহে অস্থির; তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন স্থিতিশীলতা অক্ষুন্ন আছে। সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। তাই আগামী নির্বাচনে জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে সিটি নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়লাভ করাতে কাজ করতে হবে।
মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সিলেট নগরবাসীর উন্নয়নের জন্য মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। আমি অঙ্গীকার করছি, জনগণের ভোটে জয়ী হলে অবশ্যই প্রধানমন্ত্রীর মর্যাদা রক্ষা করে আধ্যাত্মিক নগরী সিলেটের মানুষকে আন্তরিক সেবা দেব। এ শহরকে একটি স্মার্ট, উন্নত শহরে পরিণত করতে আমি আন্তরিকভাবে কাজ করব। অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে আমৃত্যু কাজ করব।
দোয়া পরিচালনা করেন শেখঘাট জামে মসজিদের ইমাম মৌলানা সাদিক আহমদ। বিজ্ঞপ্তি