১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী আনোয়ারুছ সাদাতের গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৩, ৬:১১:০৩ অপরাহ্ন
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আনোয়ারুছ সাদাতের টিফিন ক্যারিয়ার প্রতীকের সমর্থনে গত শুক্রবার প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়। শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে নগরীর রাজারগলি, দর্শন দেউড়ী, পায়রা, আম্বরখানা দরগাবাজার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন। বাদ আসর দরগাবাজারে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে কাউন্সিলরের নির্বাচনী অফিস উদ্বোধন করেন। আনোয়ারুছ সাদাত টিফিন ক্যারিয়ার মার্কায় ভোট দিয়ে এলাকাবাসীর সেবা করার সুযোগ দানের জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, আমি নির্বাচিত হলে উন্নয়নের মাধ্যমে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। পর্যটন নগরী হিসেবে আগত পর্যটকরা যাতে ঘুরতে এসে সুন্দর একটি পরিবেশ পায় সে লক্ষ্যে ক্ষেত্রে বিশেষ গুরুত্ব সহকারে কাজ করব।
রাজারগলি সমাজকল্যাণ সংঘের সভাপতি মাসুদ আহমদ আফতাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম চৌধুরী এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি জেবুল হোসেন ফাহিম, সহ সাধারণ সম্পাদক বদরুল ইসলাম রুমান, সৈয়দ রাজন আহমদ, অমরুল ইসলাম লিটন, অর্থ সম্পাদক নাসির উদ্দিন ফয়ছল, প্রেস এন্ড মিডিয়া সম্পাদক মো: ফয়ছল হোসেন।
আরো উপস্থিত ছিলেন মো: তৈয়বুর রহমান নানু, মাওলানা হাফিজ আজমল, মো: ইলিয়াছ হোসেন, সৈয়দ এলিস, মুছাদ্দিকুন নবী, সোহেল আহমদ, রফিকুল বখত সোহেল, ছদরুল ইসলাম, মিনহাজ আহমদ, ইবান, সৈয়দ কাবির ফাছিহ্, ইকবাল হোসেন, ফাহিম আহমদ, সাব্বির আহমদ, তাহমিদ, ইফতি, আকরাম আহমদ, নাজমুল ইসলাম, সাদিক, আরমান হোসেন আবির প্রমুখ।-বিজ্ঞপ্তি