৩৭নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দিলোয়ার হোসেনের গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৩, ৬:১৮:০২ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো: দিলোওয়ার হোসেন জয় তার ঘুড়ি প্রতীকের সমর্থনে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন।
তিনি বলেন, সমাজে মানুষের কল্যাণে অনেক কাজ করেছেন এবার ৩৭নং ওয়ার্ডের জনগণের কল্যাণে কাজ করতে চান। তিনি অতীতে যেভাবে মানুষের কল্যাণে কাজ করেছিলেন ভবিষ্যতে কাজ করতে চান। আমার বিশ্বাস আগামী ২১ জুন নির্বাচনে ৩৭নং ওয়ার্ডবাসী তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করবেন এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ। আমি ওয়াদা করছি আমি নির্বাচনে বিজয়ী হলে ওয়ার্ডের সকল স্তরের জনগণকে সাথে নিয়ে ওয়ার্ডবাসীর উন্নয়নের জন্য সকল কর্মকান্ড পরিচালিত করবো ইনশাআল্লাহ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি