সোবহানীঘাট কামিল মাদরাসার পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৩, ৭:২২:১৬ অপরাহ্ন
সিলেট সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সিলেট সোবহানীঘাটস্থ মাদরাসা মসজিদে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেছেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন মাওলানা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. কমরুদ্দীন চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন জালালপুর জালালিয়া সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জ.উ. ম. আব্দুল মুনঈম মনজলালী, রাখালগঞ্জ দারুল কুরআন ফাদ্বিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন আলীপুরী। মাদরাসার প্রধান মুফতি মাওলানা মোঃ মুহিবুল্লাহ, মুহাদ্দিস মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।
মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড এর সেক্রেটারি জেনারেল মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, নেজাম ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, অ্যাডভোকেট রফিকুল হক, সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল মুছাব্বির, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, নজরুল ইসলাম বাবুল, আল হারামাইন হাসপাতালের ভাইস-চেয়ারম্যান অলিউর রহমান।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মাহবুবুর রহমান ফরহাদ, সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম মহসিন, আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর সভাপতি আলহাজ্ব শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি আলমগীর হোসাইন, হাফিজ মাওলানা নজির আহমদ হেলাল, মাওলানা মুফতি বেলাল আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, বিশিষ্ট ওয়াইজ মাওলানা আব্দুল আহাদ জিহাদী প্রমুখ।
বাদ জোহর থেকে শুরু হওয়া মাহফিলে ১ম ও ২য় অধিবেশন পরিচালনা করেন কামিল পাগড়ী প্রাপ্ত ছাত্র মারুফ আহমদ, ছাত্র সংসদের ভি.পি মাহমুদুর রহমান ও জি. এস আব্দুল্লাহ আল মামুন এবং ৩য় অধিবেশন পরিচালনা করেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. কুতবুল আলম ও সহকারী শিক্ষক মাওলানা জইন উদ্দিন। কামিল পাগড়ী প্রাপ্ত ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইমরান আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি