দক্ষিণ সুরমায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৩, ৯:০৯:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক (৪০) বছর। শনিবার সন্ধ্যায় পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৫টায় দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের দারোগা বাড়ি সংলগ্ন পুকুরে অজ্ঞাত ব্যক্তির (পুরুষ) লাশ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। লাশটির শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন বুঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে ১৫-২০ দিন ধরে লাশটি ওই পুকুরের পানিতে ছিল। লাশটির ময়নাতদন্তের জন্য এমএওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।