সিটি নির্বাচন : সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রচারণা, উপেক্ষিত সময়
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৩, ৯:১৪:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পঞ্চমবারের মতো সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। ইতোমধ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পেয়েই প্রচারণায় নেমেছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকেরা। প্রতীক সংবলিত লিফলেট নিয়ে তারা প্রচারণা করছেন। তাই হঠাৎ করেই পাল্টে গেছে মহানগরীর দৃশ্য ও পরিবেশ। ক্রমেই জমে উঠছে নির্বাচনী আমেজ। মিছিল, শোভাযাত্রা ও মাইকিংয়ে পুরোপুরি ভোটের আবহ পর্যটন নগরী সিলেট। যদিও মাইকিং ছাড়া প্রায় সব সবধরনের প্রচারণা গত একমাস ধরেই করে যাচ্ছেন প্রার্থীরা।
এদিকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাইকিং করে প্রচারণা করেছেন প্রার্থীরা। এতে মানা হচ্ছে না প্রচারণার সময়সীমা ও আচরণবিধি। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচারণার সময়সীমা বেঁধে দেয়া থাকলেও নির্বাচন কমিশনের প্রতি ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে সকাল ৮টা থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। আর এসব ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন কাউন্সিলর প্রার্থীরা। এব্যাপারে নীরব রয়েছে নির্বাচন কমিশন।
এ ব্যাপারে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার ফয়সল কাদের বলেন, এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। আমরা খোঁজ খবর নিচ্ছে। যদি কেউ সময়সীমা ও আচরণবিধি লংঘন করেন, তাহলে ওই প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিটি নির্বাচনকে ঘিরে নগরীর অলিগলি, বাজার, রাস্তার পাশে, ফাঁকা জায়গা, বাসা-বাড়ির সামনে টাঙানো হয়েছেন নির্বাচনী পোস্টার। সাদা-কলো পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী। সেই সঙ্গে চলছে প্রত্যেক প্রার্থীর মাইকিং, ভোট প্রার্থনা ও নিয়মিত উঠান বৈঠক। এলাকায় এলাকায় মাইকিং, হ্যান্ডবিল দিয়ে প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন সমর্থক-কর্মীরাও। সকালে থেকে গভীর রাত পর্যন্ত মাইকিং করে প্রচারণা করেছেন প্রার্থীরা। এতে মানা হচ্ছে না প্রচারণার সময়সীমা ও আচরণবিধি। আর এসব ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন কাউন্সিলর প্রার্থীরা। অনেকের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গেরও অভিযোগ উঠলেও এ ব্যাপারে নীরব রয়েছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশনের তৎপরতা চোখে পড়েনি।
প্রার্থীদের ব্যস্ত সময়পার : এদিকে প্রচণ্ড গরম উপেক্ষা করে চলছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার। প্রতিদিনই নিজেদের নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন তারা। ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করে তাদের সঙ্গে কথা বলে উন্নয়নের নানা প্রতিশ্রæতি দিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। ভোটারদের খুঁজে যাচ্ছেন বাসা-বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে। নানা কৌশলে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন মেয়র প্রার্থীরা।
এছাড়া ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীরাও নিজেদের নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে ভোট চেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছোট ছোট হ্যান্ডবিল রাস্তায়, দোকানে মানুষের হাতে দিয়ে প্রার্থী নিজে ও তাদের সমর্থকরা ভোট প্রার্থনা করছেন।