মৌলভীবাজারে মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৩, ৬:২৮:১০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌর মেয়র মো: ফজলুর রহমানের সভাপতিত্বে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, ক্রীড়া সংস্থার বিভাগীয় সহ-সভাপতি মো: আক্তারুজ্জামান, পিপি অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জুনেদ আহমদ, কাউন্সিলর ফয়ছল আহমদ, মো: নাহিদ হোসেন, ছালেহ আহমদ পাপ্পু।
উদ্বোধনী দিনে ১ম রাউন্ডে নরসিংদী খেলোয়াড় সংসদ বনাম শায়েস্তাগঞ্জ ফুটবল একাডেমির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-২ গোলে শায়েস্তাগঞ্জ ফুটবল একাডেমি বিজয়ী হয়। খেলায় বিভিন্ন জেলা ১৬ টি দল অংশগ্রহণ করবে। ১৩ জুন থেকে ১৬ জুন অনুষ্ঠিত হবে কোয়াটার ফাইনাল। ১৯ জুন ও ২০ অনুষ্ঠিত হবে সেমি ফাইনাল এবং ফাইনাল খেলার তারিখ পরবতীর্তে জানানো হবে। প্রতিদিন বিকেল সাড়ে ৩ টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হবে।