সুনামগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল নিয়ে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৩, ৭:৫৪:৩৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হল রুমে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন এমপির আয়োজনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপির সভাপতিত্বে ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি করের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম শামিম, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হুসেন রুকন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হুসেন খাঁন, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শামিম আহমেদ বিলকিস, সাবেক ছাত্রলীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সুনামগঞ্জ ১ আসনের ৪টি উপজেলায় খেলা পরিচালনার জন্য বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি পদে রেজাউল করিম শামিম এবং সদস্য সচিব হিসাবে অমল কান্তি করকে দায়িত্ব দেওয়া হয়েছে। চারটি উপজেলার মধ্যে জামালগঞ্জে ১৬ জুন শুক্রবার কুঁকড়াপুষী মাঠে, তাহিরপুর উপজেলায় ১৭ জুন শনিবার আনোয়ারপুর খেলার মাঠে, ধর্মপাশা উপজেলায় ১৮ জুন রোববার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এবং মধ্যনগর উপজেলায় ১৯ জুন সোমবার বংশীাুন্ডা মবিন উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।