শিক্ষাবিদদের সাথে ইবনে সিনা হাসপাতালের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৩, ৯:০১:৫০ অপরাহ্ন
সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।
এজিএম মোহাম্মদ ওবায়দুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা ট্রাস্টের এডিশনাল ডিরেক্টর ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট এ. এন. এম তাজুল ইসলাম।
সভায় শিক্ষাবিদদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শায়খ ইসহাক আল মাদানী, অধ্যক্ষ আব্দুস সালামা আল মাদানী, কর্নেল (অব.) অলি আহমদ, শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, অধ্যক্ষ কবি কালাম আজাদ, স্কলার্সহোম মেজরটিলা ক্যাম্পাসের অধ্যক্ষ মো. ফয়জুল হক, স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ্বাস, সিলেট আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ড. মো. সোলাইমান, শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা কুতুবুল ইসলাম, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল গোলাম রব্বানী, সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান, শাহজালাল উপশহর হাই স্কুলের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চৌধুরী, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের প্রিন্সিপাল মিজানুর রহমান, শাহজালাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতালের পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান, আব্দুল কাদির খান ও ডাঃ মোদাব্বির হোসেইন, ডি.এম.এস কর্ণেল (অবঃ) ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী, ম্যানেজার (এডমিন) এন্ড ইনচার্জ আলী হায়দার মোঃ তানভীর, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) ও রিকাবীবাজার শাখা প্রধান মোবারক হোসেন, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মোঃ আজহার উদ্দিন খান, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ শাহেদ আলী, মামুন সরকার, এসিসট্যান্ট ম্যানেজার বদরুল হক, এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহারুল ইসলাম মুমিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, সিলেটবাসীর প্রাণের প্রতিষ্ঠান ইবনে সিনা হাসপাতাল রোগীর সেবায় অনেক দূর এগিয়ে গেছে। এই হাসপাতাল রোগীবান্ধব হাসপাতাল হিসেবে সকলের নিকট পরিচিতি লাভ করেছে। তাই এই প্রতিষ্ঠানকে আপনাদের প্রতিষ্ঠান মনে করে আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখবেন এই প্রত্যাশা কামনা করছি। বিজ্ঞপ্তি