দিরাইয়ে সাবেক চেয়ারম্যানের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৩, ৯:০৬:৫৬ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৌম্য চৌধুরী (৫৬) আত্মহত্যা করেছেন। শনিবার রাত নয়টার পরে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া এলাকায় বিষপান করে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকেন তিনি। সেখানকার টহল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে কমলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। মৌলভীবাজার সদর হাসপাতালে পৌছানোর পর রাত বারোটায় তিনি মারা যান। সুদের টাকার দুটি মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন বলে জানা যায় ।
কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় জালালাবাদকে বলেন, একজন লোক লাউয়াছড়া রাস্তায় অজ্ঞান হয়ে পরে থাকার খবরে আমি সেখানে ফোর্স নিয়ে উপস্থিত হই। পরে চিকিৎসার জন্য প্রথমে কমলগঞ্জ উপজেলা হাসপাতালে ও পরে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি রাত বারোটার পরে মারা যান।
দিরাই থানা সূত্রে জানা যায়, আদালতের একটি মামলার সাজাসহ গ্রেফতারী পরোয়ানা রয়েছে চেয়ারম্যান সৌম্য চৌধুরীর নামে। এ ব্যাপারে জানতে চাইলে মামলার বাদী জসীম উদ্দিন বলেন, আমি তিন বছর আগে ১৯ লাখ টাকা দিয়েছিলাম চেয়ারম্যানকে। আদালতের রায়ে বর্তমানে আমি সৌম্য চৌধুরীর নিকট ২৯ লাখ টাকার পাওনাদার। দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন বলেন, সৌম্য চৌধুরীর নামে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানা থাকায় তিনি পলাতক ছিলেন ।
উল্লেখ্য, ২০১৬ সালে নৌকা প্রতীক নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন সৌম্য চৌধুরী। গত নির্বাচনে তিনি অংশ গ্রহণ করেননি।