নগরীতে ‘ভ্রাম্যমাণ ভ্যাট বুথ’ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৩, ৬:৩৮:৪৯ অপরাহ্ন
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেছেন, ভ্রাম্যমাণ ভ্যাট বুথ এর মাধ্যমে সকল করদাতা বিশেষত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মূসক নিবন্ধন, অনলাইনে দাখিল, মূসক চালানপত্র ইস্যু, বিভিন্ন মূসক ফরম ইস্যু প্রভূতি সংক্রান্ত তাৎক্ষনিক সেবা প্রদান করা হবে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ভোক্তারা যাতে ভ্রাম্যমাণ ভ্যাট বুথের মাধ্যমে ভ্যাট সংক্রান্ত যাবতীয় সেবা নির্বিঘ্নে গ্রহণ করতে পারেন সেজন্য আগামীতেও এ ধরনের সেবা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি সোমবার সকাল সাড়ে ১১টায় মেন্দিবাগস্থ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উদ্যোগে ‘ভ্রাম্যমাণ ভ্যাট বুথ’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৫-৬ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার নির্ধারিত স্থানে ভ্রাম্যমাণ ভ্যাট বুথের মাধ্যমে ভ্যাট বিষয়ক সেবা দেওয়া হবে। এসব সেবার মধ্যে অনলাইনে ভ্যাট নিবন্ধন গ্রহণ, অনলাইনে ভ্যাট জমা, রিটার্ন জমাদান, মূসক (মূল্য সংযোজন কর) চালান ইস্যু সেবা অন্তর্ভুক্ত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের যুগ্ম কমিশনার মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তাগণ। বিজ্ঞপ্তি