জামালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে সভা
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৩, ৭:৩৭:৩১ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে, সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ। বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমন্দর ও বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, সাচনা বাজার বণিক সমিতির সভাপতি চিত্তরঞ্জন পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সহ-সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব তৌহিদ চৌধুরী প্রদীপ প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মালেক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো: মোশাররফ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কায়সার আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল জলিল আহমেদ মিলন, বীর মুক্তিযোদ্ধা মদরিছ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ এরশাদ হোসেন, মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা, সদর ইউপি প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ক্রীড়া শিক্ষক গোলাম মোস্তফা খান, মুক্তিযোদ্ধা সন্তান মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মকর্তা।