শিবগঞ্জে মাহমুদুল হাসানের উঠোন বৈঠক
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৩, ৭:৩৯:২৩ অপরাহ্ন
সিলেট শহরে অবিস্মরণীয় উন্নয়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবিকে হাতপাখায় ভোট দেয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। তিনি সোমবার নগরীর শিবগঞ্জে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, মাহমুদুল হাসান এ নগরীর সন্তান। সে বাইরে থেকে আসেনি। তারপর আবার সে সৎ, যোগ্য ও আমানতদার। তাকে হাতপাখায় ভোট দিয়ে বিজয়ী করুন। এতে সিলেটে অবিস্মরণীয় উন্নয়ন হবে। দুর্নীতি ও চুরি বন্ধ হবে। উন্নয়নের রেকর্ড হবে ইনশাআল্লাহ।
উঠোন বৈঠকে সংগঠনের সিলেট মহানগর সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ, মেয়র প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি ফজলুল হক, মহানগর সহ-সভাপতি মাওলানা আসাদ উদ্দিন, ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা এমাদ উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি বদরুল ইসলাম, মহানগর সভাপতি মকবুল হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি