সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সেমিনার
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৩, ৯:১২:৩১ অপরাহ্ন
সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার সোমবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সেমিনারে শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক।
দক্ষিণ সুরমা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম এর পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজিম উদ্দিন, মোহাম্মদ রফিকুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাহিদুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অলিউর রহমান, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরিফ আহমদ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী সমাজসেবা অফিসার মোঃ শাহীনুজজামান চৌধুরী, মোঃ আবুল কালাম।
সেমিনারে বক্তারা বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সমাজসেবা কার্যালয় থেকে প্রাপ্ত ভাতা ভোগীদের টাকা মোবাইল থেকে কিছু প্রতারক চক্র প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে যায়। এসব প্রতারকের হাত থেকে ভাতা ভোগীদের রক্ষা করতে জনপ্রতিনিধিদের সচেতনতার মাধ্যমে এগিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি