জিয়ার মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য বিএনপির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৩, ৯:১৮:৫২ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এর ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে বিএনপির উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল ৩০ মে মঙ্গলবার দুপুরে লন্ডনের রিজেন্টস লেকস্থ একটি অভিজাত হল রুমে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর সহধর্মীনি ডাঃ জোবায়দা রহমান।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর আহমদের নেতৃত্বে আয়োজিত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সালাম আহমদ, শিবলী আহমদ, তাহের উদ্দিন, মিজান খান, আকাশ মাহমুদ, বেলাল চৌধুরী, সফিক আহমেদ, ফায়ের মিয়া, মুহিভ, রায়হান, আকবর, তুফায়েল, মিনার, জাফর, খায়রুল, দিনার, মুকিত, টুটুল, মাজেদ, ছালেহ, খালেদ, আকরাম, ওাহিদ, রভি, পাবেল প্রমুখ। বিজ্ঞপ্তি