চলতি বছর যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৮ হাজার
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৩, ৯:১৬:১৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : মার্কিন গান ভায়োলেন্স আর্কাইভ ওয়েবসাইটের উপাত্ত অনুযায়ী, রোববার পর্যন্ত চলতি বছর যুক্তরাষ্ট্রে ৮ হাজার জনেরও বেশি মানুষ বন্দুক হামলায় নিহত হয়েছে।
গত শনি ও রোববারও যুক্তরাষ্ট্রের নানা জায়গায় বন্দুক হামলায় বহু লোক হতাহত হয়েছে। রোববার ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের একটি স্মরণসভায় বন্দুক হামলা ঘটেছে। এতে একজন নিহত ও ৬ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, স্মৃতিচারণ অনুষ্ঠানে তর্কবিতর্কের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
একইদিন ভোরে মিসৌরি অঙ্গরাজ্যে বন্দুকের গুলিতে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। দশ-বারো জনের একটি দল একটি খালি রুমে সমাবেশের আয়োজন করে। তাদের মধ্যে ঝগড়া হলে গুলির ঘটনা ঘটে। নিহত দুজনের বয়স যথাক্রমে ১৬ ও ১৭ বছর। আর আহতদের বয়স ১৬-১৯ বছরের মধ্যে। সূত্র: সিআরআই।