জালালাবাদ ইউপিতে প্রবাসী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৩, ৯:২৩:১৮ অপরাহ্ন
সামাজিক কাজে অবদান রাখায় প্রবাসী যুব সমাজ পালপুর এর উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক নোমান আহমেদ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মুরব্বী নুরুল ইসলামের সভাপতিতে সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান পরিচালনায় সোমবার সংগঠনের অস্থায়ী কার্যালয় সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউপির আলিনগর পালপুর নোমান গেস্টহাউজে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ। কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক নাজির উদ্দিন, ইউপি সদস্য আব্দুস সালাম, আলীনগর সমাজ কল্যাণ পরিষদ এর সভাপতি মাওলানা নজরুল ইসলাম সুমন, আলীনগর পালপুর দাখিল মাদ্রাসা’র ভারপ্রাপ্ত সুপার মাওলানা মনজুর আহমদ, মুফতি মাওলানা আজিজুল ইসলাম ফোরকানী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন, মুরব্বী খালা মিয়া, আব্দুল খালেক, আব্দুল মতিন, আব্দুল হামিদ, হুসন আহমদ, হাফিজ মাহবুবুর রহমান, জিয়াউর রহমান, খলিল মিয়া, সুয়েব আহমদ, জাকারিয়া আল মামুন,শরিফ উদ্দিন, ঈদুল মিয়া, আলী আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি