দরগা গেইটের হোটেলে যুবকের লাশ
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৩, ৯:৩২:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর দারগাহ গেইট এলাকার জমজম আবাসিক হোটেল থেকে জাবের হোসেন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি মাদারীপুর জেলার শিবচর থানার কদমতলী গ্রামের চান মিয়ার ছেলে।
সোমবার (৫ জুন) সকালে শাহজালাল (র.) তদন্ত কেন্দ্রের একদল পুলিশ হোটেলের একটি কক্ষ থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে শাহজালাল (র.) তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সোমবার সকালে জমজম আবাসিক হোটেলের ৪১৭ নম্বর কক্ষ থেকে জাবেরের লাশ উদ্ধার করে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ দৈনিক জালালাবাদকে বলেন, ঐ যুবক গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে।
উল্লেখ্য- এর আগেও ঐ হোটেলে থেকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সেনপাড়া গ্রামের মোরশেদ (৪৭) নামের একজনের লাশ উদ্ধার করেছিলো পুলিশ।