গরম কমার লক্ষণ নেই
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৩, ১০:৩০:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গরম কমার লক্ষণ নেই। দেশজুড়ে তাপপ্রবাহ চলেছে সোমবারও। এর মধ্যে দেশের দুই জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ। আবাহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৭ ডিগ্রী সেলসিয়াস। আর অনুভূত হয় ৪৫ ডিগ্রীরও বেশী। এই গরমের মধ্যে সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রোববার বিজ্ঞপ্তি দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, তাপপ্রবাহ আরও পাঁচ থেকে ছয় দিন চলতে পারে। আর এ সময় বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়তে পারে গরমের অনুভূতি।
আবহাওয়া অধিদপ্তর সোমবার জানিয়েছে, নীলফামারী ও দিনাজপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সিলেট বিভাগের মৌলভীবাজার, রংপুর বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ এবং ময়মনসিংহ, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থানে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কমার কোনো লক্ষণ নেই খুব তাড়াতাড়ি। তিনি বলেন, কোথাও কোন বৃষ্টি হলে তাপ কমছে না। কারণ যে পরিমাণ বৃষ্টি হলে তাপ কমবে, তা হচ্ছে না।