মৌলভীবাজারে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে র্যালি
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৩, ৬:২৩:০৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করার লক্ষ্যে জনসচেতনতামূলক র্যালীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় পৌরসভার আয়োজনে শাহমোস্তফা কলেজ প্রাঙ্গণে এই র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। স্বাগত বক্তব্য দেন পৌর মেয়র ফজলুর রহমান। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধা পদ দেব সজলসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে সচেতনতামুলক র্যালীটি শহরের সমশেরনগর সড়ক প্রদক্ষিণ করে।