কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রের মান উন্নয়নে আলোচনা
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৩, ৬:৩৮:৪৯ অপরাহ্ন
সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক বিপ্লব বড়ূয়া বলেছেন, কিশোর-কিশোরীদের সকল প্রকার অধিকার নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার প্রযোজনীয় সকল পদক্ষেপ নিয়েছে। সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব পালন করতে হবে। কৈশরকালে সন্তানদের প্রজনন স্বাস্থ্যের বিষয়ে সঠিক তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। পরিবারের সচেতনতার মাধ্যমে কিশোর-কিশোরীরা তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবে। তাই নিজেদের স্বাস্থ্য সেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিশোর-কিশোরীদের আসতে হবে।
তিনি মঙ্গলবার সকাল ১১টায় নগরীর শাহী ঈদগাহ টিভিগেইটস্থ পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্রের মান উন্নয়নের জন্য জেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের নিয়ে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ও রিলায়েন্ট উইমেন ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রিলায়েন্ট উইমেন ডেভেলাপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক সমিতা বেগম মিরার সভাপতিত্বে ও আর ডাব্লিউডিও ওয়াই মুভস প্রকল্প কর্মকর্তা জাহিদুল ইসলাম রশিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাহ আহমদ চৌধুরী, সিলেট সদর উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, সদর উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ সাদিক মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা চায়না তালুকদার, রঞ্জিতা, খাদিমপাড়া স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সহকারি মেডিকেল অফিসার নাজিয়া সুলতানা, আর ডাব্লিউ ডি এর প্রকল্প অফিসার সোলমন খুয়েদার, রাফিয়া আক্তার, মো. হাসিব আহমদ, শাহানা আক্তার, রাতুল ইসলাম, আফজল রাহমান, রেজওয়ান আহমদ, মানিক খান, বরুন ছত্রী, বিদ্যুৎ বিশ্বাস, জোনাকী দাশ, জনি তালুকদার, কাসির উদ্দিন, সীমা সরকার, জুবায়ের আহমদ, অর্জুন সূত্রধর প্রমুখ। বিজ্ঞপ্তি