শাহজালাল (র.)’র জীবন ও কর্ম শীর্ষক’ সভা শনিবার
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৩, ৭:৩৪:৪৫ অপরাহ্ন
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে আগামী ১০ জুন শনিবার সন্ধ্যা ৭.৩০ টায় সাহিত্য আসর কক্ষে হযরত শাহজালাল (র.) এর ৭০৪তম উফাত দিবস উপলক্ষে ‘হযরত শাহজালাল (র.) জীবন ও কর্ম শীর্ষক’ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাষাসৈনিক অধ্যক্ষ মসউদ খান এবং আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. তুতিউর রহমান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক সৈয়দ মবনু সবাইকে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি