৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৩, ৮:০২:৩২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১২ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও টেলিটকের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। গত ১৯ মে প্রিলিমিনারি পরীা হয়। পরীক্ষা শেষ হওয়ার ১৭ দিনের মধ্যে ফল প্রকাশ করলো পিএসসি। ৪৫তম বিএসিএস পরীক্ষার অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৪৬ হাজার ৯২২ জন। তাদের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন।